Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

শরণখোলা থানা বাগেরহাট জেলার সব দক্ষিনে একটি থানা। এটি কৃষি ও বনজ সম্পদ প্রধান উপজেলা। থানা হইতে অনুমান ১০ কিঃ মিঃ দক্ষিনে ও পশ্চিমে সুন্দরবন বন অবস্থিত। যাহা থানা এলাকার এক তৃতীয়াংশ সুন্দরবনের মধ্যে।  জীবন যাত্রার মান যথেষ্ট ভাল। তবে এখনও অধিকাংশ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সবোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে শরণখোলা থানা অগ্রণী ভূমিকা পালন করছে। এটিকে আরও গতিশীল করার কাযক্রম অব্যাহত আছে।

 

             সম্মিলিত উদ্যেগের মাধ্যমে একটি সূষ্ঠু, সুন্দর সমাজ গড়ার লক্ষে সন্ত্রাস মূক্ত, মাদক মূক্ত, দূর্নীতি মূক্ত, চোরাচালান মূক্ত সহ অন্যান্য সকল ধরণের অপরাধ প্রচলিত আইনের মাধৈম দমন করাই আমাদের মূল লক্ষ।